এ মাদকের সাথে জড়িত মিলটন মিয়া (২৫) নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করে গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
এসময় ইদিলপুর ইউনিয়নের একবার এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে বগুড়াগামী মাওলানা কেরামত আলী নামের একটি যাত্রী থেকে ওইসব গাঁজা জব্দসহ মিলটন মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিলটন মিয়া রংপুরের কোতয়ালির দামোদরপুর এলাকার আব্দুল কাশেম মিয়া ও মিনতি বেগম দম্পতির ছেলে।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসটিতে থাকা মিলটন মিয়ার কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী মিলটন মিয়াকে সাদুল্লাপুর থানায় হস্তার করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।