গত ১৫/০১/২০২৫ তারিখ রাত ২৩:৪০ ঘটিকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ডিভিশনের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা পুলিশের নিকট একটি তথ্য প্রেরণ করা হয়। পর্যালোচনায় দেখা যায় যে, গত ১৪/০১/২০২৫ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি পোস্টে Gazi Kamal Hossain নামক একটি ফেইসবুক আইডি থেকে একটি কমেন্ট করা হয়- “মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন আমাদের হাতে চলে আসছে নিচে প্রশ্নের কিছু অংশ দেওয়া হল। এই টুকুই প্রমাণের জন্য যথেষ্ট। যারা টাকার বিনিময়ে সম্পূর্ণ প্রশ্ন সংগ্রহ করতে চাও তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করো। টাকা ফিক্সড। টোটাল ১২০০০, এখন ৬০০০ বাকিটা এক্সাম এর পর ইনশাআল্লাহ। হোয়াটস্যাপ : ০১৭৯২৩২৮০৪৮।” এই কমেন্টের নিচে একটি ভূয়া প্রশ্নপত্রের ছবি দেখা যায়। প্রাথমিকভাবে উক্ত কমেন্টটি প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়।
উক্ত তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনা অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল উক্ত প্রতারক-কে গ্রেফতারের লক্ষ্যে কাজ শুরু করে।১৬/০১/২০২৫ তারিখ দুপুর ১৩:৫০ ঘটিকায় ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন মীরবাড়ি এলাকার একটি ছাত্রাবাস থেকে মেডিকেল কলেজ প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক নাজমুল এহসান নাঈম (২১), পিতা-জহুরুল ইসলাম, মাতা-লতা পারভীন, গ্রাম-ভুরার বাড়ি, ডাকঘর-সরিষাবাড়ি, থানা-সরিষাবাড়ি, জেলা-জামালপুর-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা সংক্রান্তে বিভিন্ন পোস্ট দেখে সে মানুষকে ভূয়া প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় সংলগ্ন অলকা নদী বাংলা কমপ্লেক্সে অবস্থিত সায়মা টেলিকম থেকে একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে অনলাইনে ক্রয় করা একটি সীম ব্যবহার করে সে মেডিকেল ভর্তি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিক্রির জন্য যোগাযোগ করেছে এবং বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকার আর্থিক লেনদেন করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে।
এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ, ময়মনসিংহ ও ডিবি, ডিএমপি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রতারণামূলক পোস্ট থেকে বিরত ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।