Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর বেলাবতে রিভলভার সহ মা ও মেয়ে গ্রেফতার

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
জানুয়ারি ১৭, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর বেলাবতে দুটি রিভলবার সহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬জানুয়ারী) সকাল ৭ টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি নামক স্থান হতে গ্রেফতারকরা হয়। তাদেরগ্রেফতারকৃতরা হলো- হাফিজুল ইসলামরে মেয়ে হালিমা আক্তার (২৫) এবং তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫)। তারা উভয়ই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বিজয় পারুয়া গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে বেলাব থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার কৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।মামলার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)সকালে গ্রেফতারকৃত মা মেয়ে

ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহ জনক ঘুরাফেরা করার সময় বেলাব থানার এস আই শামসুল আলম তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে আসলে জিজ্ঞাসাবাদে তারা জানান সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপি পাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো পৌঁছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।


বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।