Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সেতুর ঢালে ট্রাক বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ।

admin
জানুয়ারি ১৭, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের প্রায় ই১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

গুমতী সেতুর ঢালে ট্রাক বিকল হওয়ার দীর্ঘক্ষণ যানজটে আটকে ও ধীরগতিতে গাড়ি চলায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

ভবেরচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জানুয়ারি শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় গুমতী সেতুর ঢালে কুমিল্লাগামী একটি ট্রাক বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। ট্রাকটি সরিয়ে নেওয়া কাজ চলছে। তাই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘সকালে গুমতী সেতুর ঢালে কুমিল্লাগামী একটি ট্রাক বিকল হওয়া কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে, ছুটির দিন হওয়ায় আজ এই সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ বেশি। মহাসড়ক থেকে গাড়ি সরানোর কাজ চলছে। এর জেরে ধীরগতিতে যানবাহন চলছে। শিগগির যান চলাচল স্বাভাবিক হবে।’