নওগাঁ জেলায় চলতি সরিষা মৌসুমে সরিষাক্ষেতের পাশে মৌবাক্স বসিয়ে ৯১ জন মৌয়াল মধু আহরণ করছেন। কৃষি বিভাগের তথ্য মোতাবেক এ মৌসুমে জেলার ৮ উপজেলায় কমপক্ষে ১ লাখ কেজি মধু আহরিত হবে। আয় হবে ৩ কোটি টাকা। কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর জেলায় ৯১ জন মৌয়াল সরিষাক্ষেতের পাশে ৮ হাজার ৩৭৮টি মৌবাক্স বসিয়ে মধু আহরণ করছেন।এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৫ জন মৌয়াল ৬১৫টি বাক্স, রানীনগর উপজেলায় ১ জন মৌয়াল ১০টি বাক্স, আত্রাই উপজেলায় ৮ জন মৌয়াল ৫৪৫টি বাক্স, ধামইরহাট উপজেলায় ২ জন মৌয়াল ১০টি বাক্স, সাপাহার উপজেলায় ১৬ জন মৌয়াল ২৩২০টি বাক্স, পোরশা উপজেলায় ৬ জন মৌয়াল ৬২৩টি বাক্স, মান্দা উপজেলায় ৫০ জন মৌয়াল ৪২০০টি বাক্স এবং নিয়ামতপুর উপজেলায় ৩ জন মৌয়াল ৫৫টি বাক্স বসিয়ে মধু আহরণ করছেন।
মান্দা উপজেলার গোপালপুর মাঠে মধু আহরণ করছেন রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার মুসা মীরের ছেলে জহির মীর ও তার ভাতিজা মোরশেদ আলী। তারা এই মাঠে ৪০০টি বাক্স বসিয়েছেন। প্রতি ৫-৬ দিন পর প্রতিটি বাক্স থেকে কমপক্ষে ৩ কেজি করে মধু সংগ্রহ করতে পারেন তারা। তাদের সংগৃহীত মধু রাজশাহীতে একটি নির্দিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে বিক্রি করে থাকেন। স্থানীয় খুচরা ক্রেতাদের নিকট ৪০০ টাকা কেজি বিক্রি করলেও পাইকারিভাবে প্রতিকেজি মধু তারা ৩০০ টাকায় বিক্রি করে থাকেন। কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, ‘এ বছর মৌবাক্স থেকে জেলায় কমপক্ষে ১ লাখ কেজি মধু সংগৃহীত হবে। পাইকারি মূল্য প্রতিকেজি ৩০০ টাকায় বিক্রি হলেও সংগৃহীত পুরো মধুর মোট মূল্য ৩ কোটি টাকা।’ কৃষি বিভাগের সূত্রমতে, গত রবিবার (১২ জানুয়ারি) পর্যন্ত জেলায় ৩৬ হাজার ২৯৫ কেজি মধু আহরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আরও বলেন, ‘চলতি মওসুমে নওগাঁ জেলায় মোট ৬০ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।
সরিষা আবাদের পাশে মৌমাছি চাষ করার ফলে পরাগায়নের মাধ্যমে কমপক্ষে ১০ শতাংশ সরিষার ফলন বেশি হচ্ছে। এর ফলে একদিকে যেমন মধু আহরণ করে কোটি কোটি টাকা আয় করা সম্ভব হচ্ছে অন্যদিকে সরিষার ফলন বৃদ্ধি পাচ্ছে ১০ শতাংশ। এ কারণে সরিষাক্ষেতের পাশে মৌবাক্স বসিয়ে মৌমাছি চাষে উৎসাহিত করছে কৃষি বিভাগ।’
নওগাঁ #