বিরলে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরল থানা পুলিশ।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় বিরল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ৮নং ধর্মপুর ইউনিয়নের অন্তর্গত রানীপুর গ্রামস্থ কালিয়াগঞ্জ টু কামদেবপুরগামী পাকা রাস্তা দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়া যাইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিরল থানর এসআই মোঃ আমিনুল কবির এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বর্ণিত ঘটনাস্থল ৮নং ধর্মপুর ইউনিয়নের অন্তর্গত রানীপুর গ্রামস্থ কালিয়াগঞ্জ টু কামদেবপুরগামী পাকা রাস্তার বনবিভাগের চেকপোস্ট এর সামনে একই তারিখ রাত্রি অনুমান ০০.৩০ ঘটিকায় পৌছাইলে কয়েকজন আসামী পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে বাদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল হইতে আসামী ১। মোঃ আঃ সালাম (৩০), পিতা- মোঃ আঃ লতিফ, মাতা- মৃত শরিফন, সাং ধর্মজইন কারলিয়াপাড়া, থানা- বিরল, জেলা- দিনাজপুরকে ০২টি প্লাষ্টিকের বস্তাসহ হাতে নাতে আটক করে এবং আসামী ২। মোঃ আলীম (৪০), পিতা- মৃত এজাবুল, ০৩। মোঃ কবির হোসেন (৩৮), পিতা- অজ্ঞাত, উভয় সাং ধর্মজইন, থানা- বিরল, জেলা-দিনাজপুরদ্বয় তাদের নিকট থাকা ০২টি প্লাষ্টিকের বস্তা ফেলাইয়া দিয়া আরোও অজ্ঞাতনামা ২/৩ জন আসামীসহ কৌশলে পালাইয়া যায়।
সেই সময় ধৃত ১নং আসামী মোঃ আঃ সালাম এর এর কাঁধে থাকা ০২টি হালকা টিয়া রংয়ের ছোট প্লাষ্টিকের বস্তা তল্লাশী করিয়া প্রতি বস্তার মধ্যে কালো পলিথিনে রক্ষিত ২৫বোতল করিয়া ০২টি বস্তায় মোট (২৫+২৫)=৫০ বোতল এবং ২ ও ৩নং আসামীদ্বয়ের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করিয়া প্রতি বস্তার মধ্যে কালো পলিথিনে রক্ষিত ২৫বোতল করিয়া ০২টি বস্তায় মোট (২৫+২৫)=৫০ বোতলসহ সর্ব মোট =১০০ (একশত) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ তরল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন। এসংক্রান্তে আসামীদের বিরুদ্ধে বিরল থানায় ১৯/১৯ নং মামলা দায়ের হয়েছে। আসামীকে আদালতে সোপর্দাণ করা হয়েছে।