বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কন্ঠনগর বাজার এলাকার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের উপদেষ্টা ও বুড়িচং উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ খন্দকার জামাল হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক যথাক্রমে হোসাইন মোহাম্মদ ফারুক, হানিফ মিয়া, কামাল হোসেন, আব্দুল কাদের, বুড়িচং উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ্ব মোঃ ছাদেকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. নওশের আহমেদ ভূইয়া, নেতা আলী আহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন ভূইয়া মেম্বার, হাজী আব্দুল মান্নান মেম্বার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক দলের ইউনিয়ন সভাপতি মোঃ অহিদুর রহমান তালুকদার এবং পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও যুবদল নেতা তালুকদার মোঃ কামাল হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হক, তোফাজ্জল হোসেন মেম্বার, বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন ,৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন সর্দার, তালুকদার মোঃ জসিম উদ্দিন, মাঈন উদ্দিন, জাহাঙ্গীর আলম, ,উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মোঃ জুলহাস মিয়া, কবির হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহাবুবুর রহমান মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাষ্টার , সাধারণ সম্পাদক মনির হোসেন জয় , সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক খোরশেদ আলম, যুবদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, মোখলেছুর রহমান,ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি সহ- সভাপতি আবুল কালাম আযাদ, দেলোয়ার হোসেন, রুবেল,৮নং ওয়ার্ডের সভাপতি সুলতান আহম্মেদ প্রমূখ।
সমাবেশে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদ সর্দার, সহ- সভাপতি মাইনুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মান্নান।
উল্লেখ্য কৃষক দলের মধ্যে থেকে উপস্থিত ছিলেন প্রস্তাবিত সভাপতি মোঃ অহিদুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অবঃ সার্জেন্ট মোঃ খায়রুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম। ৬০ সদস্য নিয়ে কৃষক দলের কমিটি অনুমোদন দেওয়া হয়।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।