পটুয়াখালীর দুমকির লেবুখালীতে,অতিরিক্ত পণ্যবাহি ৩ট্রাক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল ৪টার দিকে পায়রা সেতুর টোল প্লাজায় পটুয়াখালীর সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ মশিয়ুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত পণ্য পরিবহণের দায়ে আটক ৩ ট্রাক চালক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৪৬৯ মো: বাবলা (৩২), ঢাকা মেট্রো-ট-২০-৫৭০৮ মো: ফারুক হোসেন ও কুষ্টিয়া -ট ১১-২৪৭৯ মো: রুবেল ইসলাম)কে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায়, অনুমোদনের অতিরিক্ত পণ্যবাহী (ওভার লোডিং) যানবাহন নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিচার বসিয়ে পায়রা সেতুর টোল প্লাজায় আটক হওয়া ৩ট্রাক চালককে জরিমানা করা হয়। সূত্রটি জানায়, অনুমোদিত ১২টনের স্থলে ১৭ থেকে ২০টন চাল ভর্তি ট্রাক তিনটি পায়রা সেতুর টোল প্লাজায় আটকে দেয় টোল কর্তৃপক্ষ। পরে নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আখতার নিলয় ভ্রাম্যমাণ আদালত বিচার বসিয়ে অভিযুক্ত ৩ট্রাক চালকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।