Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় মানসিক ভারসাম্যহীনের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত মানসিক ভারসাম্যহীন সুশিল প্রামানিকের দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ৫নং গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব,অবসরপ্রাপ্ত শিক্ষক শফির উদ্দিন,আলহাজ¦ কছির উদ্দিন চৌধুরী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম শান্ত,ইউ’পি সদস্য আব্দুস সামাদ,সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু, সতীহাট সমিতির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা শাহ আলম চৌধুরী বকুল, শহিদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।এসময় স্থানীয়রা জানান,নিহত সুশিল প্রামানিক উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত জুমল প্রামানিকের ছেলে, আব্দুস সামাদ মিস্ত্রি এবং খলিল মেম্বারের ভাই। সে জন্মগতভাবে মানসিক ভারসাম্যহীন হওয়ায় অধিকাংশ সময় সতীহাট,সাতবাড়িয়া এবং কাঞ্চনসহ নিজ এলাকায় অবস্থান করতো। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতীহাট বাসট্যান্ড এলাকায় শ্রীরামপুর গ্রামীণ ব্যাংক রোডে পারাপারের সময় কুকুর তাড়াতে গিয়ে ১০ চাকার একটি দ্রুতগামী  ট্রাকের ধাক্কায় তার দুই পা ভেঙ্গে সে গুরুতর আহত হয়। এরপর সংবাদ  পেয়ে মান্দা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। এরপর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত সাড়ে ১১ টার দিকে তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত্যুকালে তার  বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি দুইভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সড়ক দূর্ঘটনায় তার অনাকাঙ্খিত মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী, পাড়া- প্রতিবেশী ,ধর্মপ্রাণ মুসল্লি,নিকটতম আত্মীয়-স্বজন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। উল্লেখ্য, সতীহাট এলাকার মানসিক ভারসাম্যহীন দয়াল কাজেম ওহেদ,সুশিল,লুতু এবং এনাম (পাগল) এর মধ্যে সম্প্রতি দয়াল,কাজেম এবং ওহেদের পরে সুশিল মারা গেলেন। অপরদিকে সুশিলের এক ভাই ও রাইস মিলের দূর্ঘটনায় মারা যান।
নওগাঁ #