গাজীপুর মহানগর এনিমেল হেলথ এমপ্লয়ি এসোসিয়েশনের নতুন কমিটি’র আয়োজনে সংবর্ধনা, আলোচনা সভা ও বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) মহানগরের নিলেরপাড়া গার্ডেন রিসোর্টে এ বনভোজন অনিুষ্ঠত হয়। এনিমেল হেলথ এমপ্লয়ি এসোসিয়েশনের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন কায়সার। বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজকোর্ট গাজীপুর এর এডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী, গাজীপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন, বরেণ্য অতিথি উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ হারুন-অর-রশীদ, সাবেক ভেটেরিনারি সার্জন ডাঃ হেলাল আহমেদ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর মহানগর এনিমেল হেলথ এমপ্লয়ি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এ ছাড়াও অত্র কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।