আজ ১৮ই জানুয়ারি ২০২৫ ইং রোজ শনিবার বিকাল ৩টা বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ ইছালে সওয়াব ও দোয়া মাহফিল।
শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলা কুতবুল আলম শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ইন্তেকাল উপলক্ষে ঈছালে ছাওয়াব আজ শনিবার অনুষ্ঠিত হবে। উল্লেখ্য মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে হিজবুল্লাহ, আমিরে শরীয়ত, আমিরে তরিকত, আলহাজ্ব হরযত মাওলানা শাহ্ আবু নছর নেসার উদ্দিন আহমাদ হুসাইন (মা.জি.আ) গদ্দীনশীন পীর সাহেব, ছারছিনা দরবার শরীফ। এবং ওয়াজ করিবেন হযরত পীর সাহেব কেবলার সফর সঙ্গী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরামগণ। আজ অসরবাদ মাহফিল শুরু হবে হযরত পীর ছাহেব কেবলার আখেরী মুনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হবে।
মাহফিলে বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম ও নসীহত প্রদান করবেন। এছাড়াও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করবেন।
ইতোমধ্যে আগত মেহমানদের সার্বিক নিরাপত্তা বিধান, গাড়ি পার্কিং, সুপেয় পানি সহ মাহফিলের পূর্ববর্তি প্রায় সকল ধরণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।
এছাড়াও হাজার হাজার ভক্ত-মুরীদানসহ মুসলমানগণ মাহফিলে আসার প্রস্তুতি নিচ্ছেন।