Crime News tv 24
ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় ভাইকে সম্পওি লিখে না দেওয়া বোনকে পিটিয়ে জখম।

admin
জানুয়ারি ১৮, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ-

বানারীপাড়া থানাধীন কচুয়া গ্রামে ভাইকে সম্পত্তি লিখে না দেওযায় বোনকে পিটিয়ে গূরত্বর জখম করেছে পাষন্ড ভাই।এ সময় মারধরের পর মুখে বিষ দিয়ে হত্যার চেষ্টাও করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় আহত্বর নাম হাসিনা বেগম (৩৯)।তিনি কচুয়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। পরে স্থানীয়রা আহতকে  মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে বানারীপারা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে আহতর শারীরিক অবস্থার অবনতী দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করে।আহত সূত্রে জানাগেছে, কচুয়া গ্রামের বাসিন্দা হাসিনা বেগমের ভাই মাহাবুব তার পৈওিক সম্পওি বিক্রির  জন্য অনেক লোকের কাছ থেকে অগ্রিম টাকা নেয়।এবং ওই জমি বিক্রির জন্য বোন হাসিনার কাছ থেকে লিখে নেওয়ার জন্য চাপ দেয়।

হাসিনা বেগম জমি লিখে দিতে অপরাগত জানালে ক্ষিপ্ত হয় ভাই মাহাবুব।আর এরই জেরে গতকাল বেলা ১১ সময় কোদাল ও হাতুরি দিয়ে হাসিনাকে এলোপাথাড়ি পেটাতে থাকে।পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত হাসিনা বেগম শেবাচিমের অর্থ পেডিক ওয়ার্ডে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।


এদিকে নিজের দায় এরাতে প্রতিপক্ষ মাহাবুব নিজের হাত কেটে বানারীপারা হাসপাতালে ভর্তি হয়। এ বিষয়ে আহত্বর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।