গন অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকসুর সাবেক সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়েছে।এতে স্থানীয় সরকারের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।জনগন ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারের কাজে গতি আনার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান জানাচ্ছি। গত শুক্রবার দুপুরে রংপুর নগরীর সিটি বাজারে গন অধিকার পরিষদ জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদ এর মুখপাএ ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামাল হোসেন রিপন, জেলা আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।