অদ্য ১৮ই জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় বাকেরগঞ্জ উপজেলা সুশীল সমাজ কর্তৃক আয়োজিত শ্রেণী বৈষম্যহীন মানুষের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জনাব ফিরোজ আলম দেউলি মোহাম্মদী আলিম মাদ্রাসা; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ উদ্দিন, পুলিশ সুপার, বরিশাল জেলা; জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল, বরিশাল; জনাব রুমানা আফরোজ, উপজেলা নির্বাহী অফিসার, বাকেরগঞ্জ উপজেলা।
উক্ত অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় উপজেলার বিভিন্ন মানুষের আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন।