Crime News tv 24
ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে আপন ভাই-বোনদের ষড়যন্ত্র থেকে বাঁচতে ভাইয়ের সংবাদ সম্মেলন

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে আপন ভাই-বোনদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে মেজো ভাই শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। শনিবার আশাশুনি রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম জানান, তারা আপন ৯ ভাই-বোন।
এর মধ্যে ৫ ভাই ও ৪ বোন। ৫ ভাইয়ের মধ্যে ৩ জন বিদেশে থাকে, একজন ঢাকায় এবং শফিকুল ইসলাম তেমন কোনো কাজ না জানায় ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে গ্রামে বসবাস করে। কিন্তু শফিকুল ইসলাম সরল মনের হওয়ায় তার অনান্য ভাই বোনেরা একসাথে হয়ে বিভিন্ন সময়ে মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা মামলা করে ক্ষয়ক্ষতি করে আসছে। শফিকুল ইসলাম আরোও জানান পৈত্রিক সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র করলে আমি ভাইবোনেরা একসাথে বসে আপোষ বন্টন করার চেষ্টা করি তাতে তারা সাড়া না দিয়ে আমাদের হয়রানি করতে ষড়যন্ত্রে মেতে উঠে। আমি আমার বড় বোন সালেহা খাতুন ও তার জামাতা শামিমের কাছে আকুতি করে আমার জমি মাপ জরিপ করে বুঝে দিতে বলি। কিন্তু আমার বড় বোন তার জামাই কে এ বিষয়ে নাক গলাতে নিষেধ করে। পিতা মাতার মৃত্যুন্তে আমরা প্রত্যেক ভাই ৫৩ শতক ও প্রত্যেক বোন ২৬ শতক জমির ওয়ারেশ হয়। শফিকুল ইসলাম পৈত্রিক সম্পত্তির ৫৩ শতকের স্থলে ভিটে বাড়িতে ১১ শতক ও চান্দি বামনডাঙ্গা মৌজার ১০ শতক ও চাম্পাখালী মৌজা ৬ শতক সহ মোট ২৭ শতক জমি নিয়ে ভোগ দখলে আছে। বাকি ২৬ শতক জমি অন্যান্য ভাই-বোনদের থেকে দখল চাইলে তার শত্রুতা ও বিরোধের সৃষ্টি শুরু করে তালবাহানা করে। তারা আমার প্রাপ্য জমি না দিয়ে আমার এলাকার শত্রুদের সাথে নিয়ে বিভিন্নভাবে হয়রানি ও ষড়যন্ত্রে লিপ্ত আছে। এনিয়ে গত বছর ইউপি চেয়ারম্যানের কাছে আমাদের কে নিয়ে মিথ্যা অভিযোগ করা হলে আমরা চেয়ারম্যানের বিরোধী পক্ষের লোক হওয়ায় তিনি আমাদের বিপক্ষে মিথ্যা প্রতিবেদন দেন। পরবর্তীতে তারা সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে তিনি তদন্তে পাঠান। তদন্ত প্রতিবেদনে দেখা যায় তাদের অভিযোগ মিথ্যা। এরপর ৫ই আগস্টে পট পরিবর্তনের পর আমার আপন ছোট ভাই তরিকুল ইসলামের ইন্ধনে আমার ঘরবাড়ি, গোয়ালঘর, রান্না ঘর, মোটরসাইকেল টিউবওয়েল সহ ৪/৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এরপর আমরা থানায় অভিযোগ করলে সাবেক ওসি মোঃ নজরুল ইসলাম পুলিশ সদস্য দিয়ে তদন্ত করে উভয় পক্ষকে থানায় মীমাংসার জন্য ডাকে। এতে আমার বোন ও বোন জামাইরা এবং মালয়েশিয়া থেকে তরিকুল ভার্চুয়ালে সেই শালিসে যোগদান করেন। সকল গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ও তরিকুলের মতামতের ভিত্তিতে সে নিজেই আমার প্রাপ্য জমি ৫৩ শতক বুঝ করে দেবে বলে উভয়পক্ষের আমিন ঠিক করতে বলে। আমি ধার্য দিনে আমিন ঠিক করলেও তারা সেদিন হাজির হয়নি। অহেতুক আমাদের দ্বারা কয়েকবার আমিন ঠিক করে অর্থ দন্ড দিতে হয়েছে। এভাবে নানান সময় তারা হয়রানি করে আসছে। তত্কালীন ওসি মমিনুল ইসলাম, ওসি বিশ্বজিৎ অধিকারী, ওসি নজরুল ইসলাম থাকাকালীন কয়েকবার মারপিট ও জমি জবর দখলের অভিযোগ করলে থানার সদস্য দিয়ে কয়েকবার শালিস মিমাংসা চেষ্টা করলে তারা ডেট দিয়ে পরের তারিখ থানায় হাজির হয়না। জমি মাপের দিন ধার্য করে দিনের দিন বাড়ি থাকে না। আমার স্ত্রী আঞ্জুয়ারা খাতুন, মেয়ে রাবেয়া ও জামাতা আনারুল ইসলাম কে নিয়ে ও তারা মিথ্যা ষড়যন্ত্র করে আসছে। আমার স্ত্রী, কন্যা ও জামাতার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার সহজ সরল এক মাত্র ছেলে মনিরুল ইসলাম কে  কয়েকবার মারপিট ও হত্যার চেষ্টা করেছে। আমার ছেলেকে জমিজমা নিয়ে  দুইটি নাশকতা মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। চাম্পাখালি মৌজার গয়ারখালী গ্রামের এ্যওয়াজি জমি ২২ শতক লীজের ১৭ শতক ও পৈত্রিক ৯ শতক সহ আরোও লীজ নিয়ে মৎস্য ঘের ও বেড়-বাড়ি আমার পূর্ব শত্রু স্থানীয় গোলাম আম্বিয়া ও ফজর আলীর সাথে শত্রুতার জেরে আমার ভাইবোনেরা অবৈধভাবে তাদের কাছে লীজ দিয়ে গাছপালা ও বাসা ভাংচুর করে দখলের চেষ্টা করে। এ ভাংচুরের ঘটনা আশাশুনি থানায় মামলা হয়। তারা বিগত আ’লীগ সরকারের আমলে তারা ধরাকে সরা জ্ঞান করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামীলীগের দাপট দেখিয়ে দেশে ও বিদেশ থেকে আমার আপন ছোট ভাই তরিকুলের ইন্ধনে অন্যান্য ভাই বোনেরা অরাজকতা সৃষ্টি করেছিল। ৫ আগষ্টের  পট পরিবর্তন পর তারা ভিন্ন রুপ ধারন করে মেতে উঠেছে ষড়যন্ত্রে। আমরা তাদের ভয়ে ভীত হয়ে পড়েছি। তারা আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেনা। মিথ্যা মামলা ও অভিযোগ হুমকি দিয়ে যাচ্ছে, অপপ্রচার চালিয়ে মান সম্মানের হানি ঘটাচ্ছে। এসব মিথ্যাচার, ষড়যন্ত্র, মামলা থেকে রক্ষা পেতে পারি এবং পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে পারি সে জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন।