বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় ও পিরোজপুর জেলা পুলিশ সুপার মহোদয় সাহসী ভুমিকা রাখার কারণে পিরোজপুর জেলা সহ সকল জেলার অপরাধ নির্মুল হয়েছে, আমাদের প্রতিনিধি বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় এর সাথে কথা বললে সার্বিক পরিস্থিতি নিয়ে তখন ডিআইজি জানান, আমি আমার চাকরি জীবনে কখনো কোন অপরাধের সাথে আপোষ করিনি যার কারনে বিগত ১৫ টি বছর আওয়ামিলীগের কারনে সঠিক কোন পদক্ষেপ নিতে পারিনি তাই ৫ ই আগষ্টের ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে যখন সইরা চার শেখ হাসিনা পালিয়ে গেছেন তারপরে থেকে, আমরা যে, সকল সুবিধা বঞ্চিত কর্মকর্তারা ছিলাম তাদের কে, যথাযথ মর্যাদায় বসিয়েছেন, তাই আমরা জীবনের শেষ সময় পরযন্ত এই দেশের জন্য কাজ করবো, এবং বরিশালের মাটি থেকে সকল প্রকার অপরাধ নির্মুল করবো তবে আপনারা যারা সচেতন নাগরিক আছেন আপনারা সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করবেন, এদিকে পিরোজপুর জেলা পুলিশ সুপার মহোদয় বলেছেন তিনি বিগত ৯/৯/২০২৪ ইংরেজি তারিখ পিরোজপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই ৫ মাসে তিনি জেলার আন্তঃজেলা ডাকাত মাদক সন্ত্রাস চাঁদাবাজি ভুয়া ডিবি মোটরসাইকেল চোর সিন্ডিকেট সহ অনেক সাহসী ভুমিকা নিয়ে নির্মুল করেছেন এবং তাহার এই সকল কাজ অব্যাহত আছে এবং থাকবে,হয় অপরাধী থাকবে নয়তো আমি থাকবো, দুইটা থাকবে না, এটা আমার ওপেন চ্যালেঞ্জ, আমি পিরোজপুর যোগদান করার পরে থেকে ৯০% অপরাধ নির্মুল করতে সক্ষম হয়েছি বাকি ৫% আগামী ১/২ মাসের মধ্যে সমাধান করবো ইনশাআল্লাহ, এবং আমার সকল কাজের সফলতার পিছনে অভিবাবক এর মতো যিনি সর্বক্ষণ সাহায্য করেছেন তিনি হলেন একজন সাধা মনের মানুষ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় তার দিকনির্দেশনায় আজ পিরোজপুরের মানুষ শান্তির নিশ্বাস নিচ্ছেন, তাই তাঁরা দুইজন সকলের সহযোগিতা কামনা করছেন এবং কোন ভুক্তভোগী যদি থানায় গিয়ে সাহায্য নাপান তাহলে সরাসরি এসপি মহোদয় কে অথবা তাকে সরাসরি ফোন করতে বলেছেন এবং সকলের জন্য শুভকামনা জানিয়েছেন।