আমরা সবাই এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো,মনোহরদী উপজেলা প্রেসক্লাব একটি আদর্শিক পরিবার,সুখে-দুঃখে আমরা একে-অপরের পাশে থেকে দুর্নীতি মুক্ত মনোহরদী গড়তে সচেষ্ট থাকবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল।
শনিবার(১৮ জানুয়ারি)রাতে উপজেলা সদরের আসমত আলী ভবন প্রেসক্লাব কার্যালয়ে মাসিক সভায় সকল সদস্যদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ ছাড়াও তিনি বাৎসরিক পিকনিক নিয়ে আলোচনা করে সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আল-মমিন হোসাইন সজিবকে আহ্বায়ক করে পিকনিক বাস্তবায়ন কমিটি গঠন এবং আগামী মাসের ৬-৭ এবং ৮ তারিখে সকল সদস্যদের নিয়ে কক্সবাজার পিকনিক এর সিদ্ধান্ত গ্রহণ করেন।
অত্র প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা,যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হুসেন,সহ-সাংগঠনিক সম্পাদক আল-মমিন হোসাইন সজিব,ধর্ম বিষয়ক সম্পাদক মাও.মো.এমরুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন প্রধান,মাও.তৈয়্যবুর রহমান,হুমায়ূন কবীর,পিংকী রাণী দাস,কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক স্বর্ণা আক্তার ও মুতাসিম বিল্লাহ্ শাকিল প্রমূখ।