বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গতকাল ১৮ জানুয়ারি বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো. অহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহলিশে শূরা সদস্য ও আমীর কুমিল্লা উত্তর জেলা অধ্যাপক মো: আব্দুল মতিন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ,
কুমিল্লা জেলা উত্তর জেলার নায়েবে আমীর
অধ্যাপক আলমগীর সরকার, সহকারী সেক্রেটারী কুমিল্লা জেলা উত্তর অধ্যাপক মো. লোকমান হাকিম ভূঁইয়া, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক এড. মো. আবদুল আউয়াল, অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হান্নান, ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য যথাক্রমে মুহাম্মদ আব্দুস সাত্তার ও এমপি প্রার্থী অ্যাডভোকেট ড. মুহাম্মদ মোবারক হোসাইন,
সহকারী সেক্রেটারী কুমিল্লা জেলা উত্তর অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম,জেনারেল সেক্রেটারী বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদ অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের। শুরা ও কর্মপরিষদ সদস্য ও বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. মো. সাইফুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবুল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, মোঃ সোলেমান পাটোয়ারী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকারিয়া সৌরভ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, এসিস্ট্যান্ট সেক্রেটার ফারুক চৌধুরী,বাংলাদেশ জামায়াতে বুড়িচং সদর ইউনিয়ন সেক্রেটারী মো. তাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মো. সানাউল্লাহ রাসেল, ছাত্র শিবির নেতা রুহুল আমিন সবুজ প্রমুখ।
উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন রেজা, বাইতুল মাল সম্পাদক অধ্যাপক আবুল কাশেম, শাহীন হোসেইন, ভারেল্লা উঃ জামায়াত নেতা জহিরুল কাইয়ুম, সুপার জামাল হোসেন,ষোলনল ইউনিয়ন আমির হাবিবুর রহমান ভূঁইয়া, সেক্রেটারি মু গোলাম কিবরিয়া (শিবরামপুর) এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আ জ ম ফেরদাউস, এসিস্ট্যান্ট সেক্রেটার ফারুক চৌধুরী, সুলতান আহমদ, সদর ইউনিয়ন আমির মু. তাজুল ইসলাম, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সুজন চৌধুরী, মো. আশিকুর রহমান প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন মাঃ মঈনুল ইসলাম।
এসময় বুড়িচং উপজেলার জামায়াতের ইসলামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।