নিজস্ব প্রতিবেদকঃ-
দশমিনা থানাধীন আলিপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে হাসান(২২) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।আহত হাসান আলিপুর গ্রামের মকবুল হাওলাদারের ছেলে।পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় মহিপুর থানা স্বাস্থ্যক্রম কমপ্লেক্স এ ভর্তি করলে সেখানে আহত্বর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্র জানা গেছে আহতর বাবা মকবুল হাওলাতারের সাথে জমি নিয়ে পার্শ্ববর্তী মনিরের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।এ নিয়ে মামলা হলে প্রতিপক্ষ সালিশ মীমাংসার মাধ্যমে ওই জমি মকবুল হাওলাদারকে ফিরিয়ে দেওয়ার কথা বলে।এবং মামলা তুলে নিলে পুনরায় সেই জমি জোরপূর্বক ভোগ দখল করে মনির ও তার পরিবারের লোকজনেরা।আর এ নিয়ে মকবুলের ছেলে হাসান প্রতিবাদ জানালে প্রতিপক্ষ মনির,শাহজাহান মনোয়ারা, মর্জিনা,সোনিয়া ও জহির সহ অজ্ঞাত ৩-৪ জন লাঠি ও রড দিয়ে হাসানকে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত হাসান শেবাচিমের পুরুষ সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত হাসানের বাবা মকবুল হাওলাদার জানায় প্রতিপক্ষ মনির দীর্ঘদিন থেকে তার সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করছে।কিছু বলতে গেলে মনিরের একটি বোবা ভাইকে লাঠি দিয়ে পেটানোর জন্য আমাদের ধাওয়া করে ও বিভিন্ন সময় মারধর করে।ভাই প্রতিবন্ধী হওয়ায় বিভিন্ন সময় তাকে সামনে দিয়ে আমাদের হেনস্তা করে মনির।আর এই ঘটনার জেরে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করে।
এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে