Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশে রেঞ্জ ডিআইজি

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইন- ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোঃ শওকত হোসেন, অধ্যক্ষ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসুলতানা রাজিয়া, পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে তরুণদের অগ্রনী ও সাহসী ভূমিকার কথা আলোচনা করেন। তিনি বলেন একটি উন্নত, বৈষম্যহীন, মাদক-সন্ত্রাসমুক্ত ও জবাবদিহিতামুলক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের তরুন তথা শিক্ষার্থীরাই সামনে থেকে নেতৃত্বে দিবে। তিনি আরো বলেন- বাংলাদেশকে উন্নত ও স্বাবলম্বী দেশে পরিণত করার লক্ষ্যার্জনে কারিগরি শিক্ষা বিস্তারের বিকল্প নেই। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্র অর্জনের ক্ষেত্রে কারিগরি শিক্ষা বিশেষ ভূমিকা রেখে আসছে।

তরুণদের কাঁধে ভর করে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সুশিক্ষার পাশাপাশি তরুন এবং যুবকদের সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে বলে তাগিদ দেন ডিআইজি মহোদয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবন গড়তে তাদের উৎসাহিত করেন।

এসময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থী সহ তাদের সম্মানিত অভিভাবক গণ উপস্থিত ছিলেন।