সারাদেশের ন্যায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় আজ থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ।
সোমবার(২০ জানুয়ারি)আজ থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে। গোটা উপজেলায় ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে একযোগে তথ্য সংগ্রহের কাজ পরিচালনার জন্য ২৬ জন সুপারভাইজার ও ১১৭ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে। তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ, মৃত ব্যক্তিকে ভোটার তালিকা হতে কর্তনের তথ্য নির্ধারিত শীটে সন্নিবেশিত করবেন। তাদের গ্রহণকৃত তথ্যের আলোকে খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে।রবিবার বিকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের রেজিষ্ট্রেশন অফিসার ও মনোহরদী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাসিদুল ইসলাম।তিনি বলেন, আমাদের তথ্য সংগ্রহকারীরা যথাযথভাবে ভোটারদের তথ্যাদি যাচাই করে তা হালনাগাদ করবেন। ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্রহণকারী যে কোন ব্যক্তিই ভোটার হতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন, কোন পাবলিক পরীক্ষার সনদ, অভিভাবকের এনআইডি প্রমানক হিসেবে ব্যবহৃত হবে। মৃত ব্যক্তির তথ্য পাওয়া গেলে তাকে তালিকা থেকে কর্তন করা হবে।জনসচেতনতা ও ভোটার হতে আগ্রহ তৈরির জন্য ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে মাইকিং করা হয়েছে।
হালনাগাদ কার্যক্রম শেষে মার্চের শুরুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এর আগে ১৬ জানুয়ারী দিনব্যাপী তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।