শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এস.এম মফিদুল ইসলাম স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা হাসপাতালের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ডা. এ.এস.এম মফিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ও সমস্যা সমাধানে স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা কামনা করে বক্তৃতা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ মোঃ মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অমিয় জ্যোতি সাইফুল্লাহ পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, শ্রীবরদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের,, সাংবাদিক তসলিম কবির বাবু, জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন প্রমুখ।
এসময়, শ্রীবরদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক সফিউল আজম তুহিন, প্রচার সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক সাইদুল সানি, সিনিয়র সাংবাদিক শওকত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।