Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের শরণখোলায় রড বোঝাই ট্রলি চাপায় চালক নিহত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের শরণখোলায় রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে নিয়াজ মোল্লা (২৮) নামে অপর এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০জানুয়ারি) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আগের দিন রবিবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন খুড়িয়াখালী বাজারে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রথমে তাকে শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যালে পাঠানো হয়। নিহত নিয়াজ মোল্লা ওই ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মনির মোল্লার ছেলে।নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা মোঃ মনির মোল্লা।

স্থানীয়রা জানান, খুড়িয়াখালী বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী রহিম খানের গোলা থেকে তার চালক ট্রলিতে তিন টন রড বোঝাই করে বের হন। বাজারের চৌরাস্তার মোড়ের উঁচু স্থানে অতিরিক্ত রড বোঝাই ট্রলিটি আটকে যায়। এসময় নিয়াজ মোল্লা আটকে পড়া ট্রলি ধাক্কা দিয়ে ওঠাতে গিয়ে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

নিহতের বাবা মনির মোল্লা জানান, তার ছেলের মৃত্যু একটি দুর্ঘটনা। এব্যাপারে তার কোনো অভিযোগ নেই।