অদ্য ২০ জানুয়ারি ২০২৪ তারিখ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সদর দপ্তর ঢাকায় Korea International Cooperation Agency (KOICA) এবং সিআইডি প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনাব গাজী জসীম উদ্দিন, ডিআইজি (এইচআরএম) মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় সিআইডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব সরদার রোকন উজ্জামান, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ও প্রকল্প পরিচালক ।অন্যদিকে, KOICA এর পক্ষে উপস্থিত ছিলেন Ms. Holly, কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশ, Professor Gibum Kim, Cho Eunbyul, Han Soo Kim, Chang Ki Sik এবং আব্দুল্লাহ আল নোমান (আইটি ম্যানেজার)।আলোচনা সভার শেষে, সিআইডি পরিবারের পক্ষ থেকে KOICA কান্ট্রি ডিরেক্টর Ms. Holly-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।