পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ইকড়ি ইউনিয়ন এর রাহাত গং এর নির্যাতনের শিকার সাধারণ মানুষ, রাহাতের সহযোগী হিসেবে আছে, কালাম মুন্সি, মুসা মুন্সি, মাসুদ খলিফা, সজল,অসিম সহ অনেক সদস্য এদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানা ও ভান্ডারিয়া থানায় একাধিক মামলার আসামী, এলাকার কোন সাধারণ মানুষ তাদের ভয়ে মুখ খুলতে পারছে না,এমনকি কোন মানুষ প্রতিবাদ করলে তার উপর চালানো হয় অমানুষিক নির্যাতন, এমনি একজন প্রতিবাদ করলে রাহাত গং তাকে ধরে অমানুষিক নির্যাতন করে দুটি চোখ তুলে দেয়, সাধারণ মানুষের দাবী অনতিবিলম্বে রাহাত গং কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।