অদ্য ২০ জানুয়ারি, ২০২৫ খ্রি: সোমবার বরগুনা জেলা বার্ষিক পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে ডিআইজি মহোদয় প্রথমে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ এবং রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন। এরপর পুলিশ লাইন্সে ড্রিল শেডে বরগুনা জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সুধী সমাবেশে যোগদান করেন এবং তাদের সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে বরগুনা জেলা পুলিশের অফিসার ফোর্সদের সাথে বিশেষ কল্যাণ সভায় যোগদান করে অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং সমস্যার সমাধানে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে ডিআইজি মহোদয় পুলিশ অফিস, বরগুনায়, জেলার সকল পুলিশ ইউনিটের ইনচার্জদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বরগুনাসহ বরগুনা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন অফিসার বৃন্দ।