খুলনার দাকোপের বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৯ ও ২০ জানুয়ারি সোমবার দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি সোমবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক শেখর ঢালীর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাজুয়া সুরেন্দ্র নাথ ডিগ্রি কলেজের প্রভাষক প্রনবেন্দু রায় প্রক্তন প্রভাষক বিজন কুমার রায়।প্রাক্তন শিক্ষক দেবাশীষ দাস,সহকারি শিক্ষক জগদিশ চন্দ্র মিস্ত্রী,সহকারি শিক্ষক লীলাবতী মিস্তীসহকারি শিক্ষক প্রাক্তন মৃনাল কান্তি সাহা,মৃতৃন্জয় রায়,বিশ্বজিৎ রায়, নিত্যানন্দ মিস্ত্রী সহ অবিভাবক বৃন্দ।অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।