আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তুহিন উল্লাহ তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার শেখ আব্দুর রশিদ, সাবেক সেক্রেটারী ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, রবিউল আউয়াল ছোট, কুল্যা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এড. খোরশেদ আলম ডালিম, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছোট্ট, সরদার রুহুল আমিন, আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর ই আলম সরোয়ার লিটন, জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলা বিএনপি আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন। বক্তাগণ বলেন, রুহুল কুদ্দুছ বিএল কলেজ ছাত্র সংসদ নেতা, খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সেক্রেটারী, উপজেলা ছাত্র দলের সাবেক নেতা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও আহবায়ক ছিলেন। ৬৮ টি নাশকতা মামলার আসামী হয়ে কারাবাস করেছেন। ক্রস ফায়ারের ঘোষিত টার্গেটে ছিলেন। তার ঘরবাড়ি, ঘের বেড়ী ও জমিজমা ভাংচুর, লুটপাট ও জবর দখল করা হয়েছিল।
সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে কোন ঘোষণা দেওয়া না হলেও সভাপতি পদে তুহিন উল্লাহ তুহিন, সাধারণ সম্পাদক পদে ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু ও সাংগঠনিক সম্পাদক পদে আসাদুর রহমান ডাবলু ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানাগেছে।