গাজীপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে
২১ জানুয়ারী মঙ্গলবার সকালে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রায় ৫শতাধিক অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আক্তারুজ্জামানের সভাপতিত্বে, ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর শাখার যুগ্ম সম্পাদক এ্যাড. মো: লাবিব উদ্দিন সিদ্দিকী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন কায়সার। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্টপি কষ্ট, গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মো: আব্দুল করিম মিয়া, গাজীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান, গাজীপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: রফিজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও প্রধান আলোচক অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।