ভান্ডারিয়া টু মঠবাড়িয়া হাইওয়ে রাস্তায় আলিফ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান বক্স কালবার্ড নির্মান কাজ করতে গিয়ে কোনরকম নিয়ম নিতি না মানায় নিম্মে লিখিত বেক্তিদের বিরুদ্ধে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মামলা দায়েরের প্রস্তুতি উক্ত বেক্তীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও সহযোগী
১/ মোঃ ফারুক হোসেন(৪৫) ২/ মোঃ মামুন হোসেন (৫২) উভয় পিতা অজ্ঞাত,৩/ মোঃ রায়হান (৩০) পিতা অজ্ঞাত,সর্ব সাং রাজাপুর, থানা, রাজাপুর, জেলা, ঝালকাঠি, ৪/ মোঃ আলিম (৪০) পিতা অজ্ঞাত, সাং পিরোজপুর, থানা, পিরোজপুর সদর, পিরোজপুর, সহ অজ্ঞাত পরিচয় আরো ১০/১২ জন, যাঁরা সকলে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, জনসার্থে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপপরিচালক নিজাম উদ্দীন বাদী হয়ে, উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মানবাধিকার লংঘন করেছে বলে মামলা দায়ের করিতে ইচ্ছে প্রকাশ করেন,গতকাল রাত আনুমানিক ৯:৩০ মিঃ এর সময় পিরোজপুর জেলার ভান্ডারিয়া টু মঠবাড়িয়া সড়কে প্রাণ হারিয়েছেন ২৫ বছরের যুবক রাকিব হোসেন নামে একটি ছেলে এবং তার সঙ্গে থাকা তার বন্ধু শুভ্র গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন, এই মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে ভান্ডারিয়া টু মঠবাড়িয়া হাইওয়ে রোডে বক্স কালবার্ড এর নির্মান কাজ চলছে আলিফ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের, উক্ত নির্মান কাজ করতে যে,সকল সেফটি দরকার তার ৭০% মানেনি ঠিকাদার প্রতিষ্ঠান,যেমন হাইওয়ে রোডে কোন কাজ করতে হলে ১/প্রথমত বিকল্প সড়ক নির্মান করতে হবে, ২/ সর্ব ক্ষণিক ঠিকাদারি প্রতিষ্ঠান সিকিউরিটি ব্যাবস্থা চালু রাখবেন, ৩/ যে স্থানে কাজ চলবে তার অন্তত ১০০ গজ দুরত্বে সিগনাল বসিয়ে সড়কের কাজ চলছে বলে ⇒ দিয়ে সংকেত বসাতে হবে, ৪/ রাতের অন্ধকারে যানবাহন চলাচলের জন্য রাস্তার দুই পাশে সিগনাল লাইট বসাতে হবে যাতে করে যানবাহনের চালক বুঝতে পারেন সামনে বিপদ সংকেত আছে, ৫/ কাজের দুইপাশে এমন ভাবে বন্ধ করে রাখতে হবে যেন কোন যানবাহন বেখেয়ালে আসলেও বাহনটি গর্তে নিক্ষেপ নাহয়, এর মধ্যে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কোনটাই নিয়ম নিতি মেনে কাজ করেন নাই,যাহাতে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বারা যথেষ্ট ভাবে মানবাধিকার লংঘন হয়েছে বলে জানিয়েছেন, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপপরিচালক মোঃ নিজাম উদ্দীন, ঘটনা স্থান পরিদর্শন করে, তাই মোঃ নিজাম উদ্দীন জন সার্থে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও তার সহযোগী দের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন, এই বিষয় ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্তর সাথে কথা বললে তিনি জানান যে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে একজন আরেকজন আহত অবস্থায় মেডিকেল ভর্তি আছেন ঘটনা স্থানে পুলিশ গেছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে, স্থানীয় মানুষের সাথে কথা বললে তাঁরা জানান যে, বিগত কয়েকমাস ধরে নির্মান কাজ চলছে কিন্তু কোনরকম নিয়ম নিতি না মেনে, আমরা রাস্তার উপর সিগনাল লাইট বসাতে বলেছি বারবার কিন্তু তাঁরা কোনরকম পাত্তা দেননি স্থানীয় মানুষের কথা, এই বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠানের ইন্জিনিয়ার জনাব, রায়হান সাহেব কে,ফোন করলে তিনি জানান সিগনাল লাইট বসানো ছিল ১ দিন আগে লাইট নষ্ট হয়ে গেছে।