Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নীলাঞ্জনা…..

আনোয়ারুল কবির লাবলু
জানুয়ারি ২৩, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ারুল কবির বাবলু।
**********************************************-
ওগো নীল নয়না নীলাঞ্জনা
নীল আকাশের নীচে সাদা পাহাড়ের উজ্জ্বল হাসি
ইতিহাসের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে পাশাপাশি।
মাঝখানে তার নীল জল রাশি
হাজার দর্শকের ভিরে নীল জলে সাঁতার কাটে
অষ্টাদশী প্রেমিক যোগল।
হাত ধরে ছোটে চলে উঁচু নিচু পাহাড়ের ঢালে
নরম হাতের স্পর্শে শিহরিত হয় দুজনের কোমল হৃদয়।
দর্শক জনতা, নর নারী, আবালবৃদ্ধবনিতা
উৎসবে মেতে উঠে নানা আয়োজনে
নাচে গানে ভরপুর পাহারের পাদদেশে
কম্মিন কালের সুখের আশায়
সং সাঁজে প্রয়োজনে অপ্রয়োজনে।
সারাদিন ভরি কত লোক আসে
গোধূলি বেলায় ক্লান্ত মনে ফিরে যায় আপন নীড়ে।
রাতের আঁধারে সঙ্গীহীন পড়ে থাকে
নীল জলের নীলাঞ্জনা
পাশে নির্বাক দাঁড়িয়ে আছে বেদনার পাহাড়।
কেউ রাখেনা তাদের খবর,
পাহাড়ের কান্নার জলে তৈরি ঝর্ণা
এই ঝর্ণার নীল জলে দাঁড়িয়ে
ভালোবাসার সূচনা করে।
অথচ কেউ জানেনা নীলাঞ্জনার কান্নার জলে
এই নীল সাগরের জন্ম।