অদ্য ২৩ জানুয়ারি ২০২৫ খ্রী: বৃহস্পতিবার সকালে লঞ্চঘাট বরিশালে জনাব মোঃ শরিফ উদ্দীন পুলিশ সুপার বরিশাল জেলা মহোদয়ের সভাপতিত্বে ইঞ্জিন চালিত ট্রলারের শুভ উদ্বোধন এবং চাবি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: নাজিমুল হক অতিঃ ডিআইজি, রেঞ্জ কার্যালয়, বরিশাল মহোদয়।
বরিশাল জেলা পুলিশের বহরে সংযুক্ত হল দুটি ইঞ্জিন চালিত ট্রলার। নদীমাত্রিক বাংলাদেশে নদীবহুল জেলা হিসাবে বরিশাল সুপরিচিত। অপরাধ প্রতিরোধ এবং অপরাধ দমনের জন্য নদীপথের নজরদারি প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব চিন্তা করেই বরিশাল জেলা পুলিশের বহরে দুটি ট্রলার সংযুক্ত করেন যা নদী পথে অপরাধ প্রতিরোধ ও দমনে বিশেষ ভূমিকা পালন করবে। প্রধান অতিথি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ ডিআইজি বরিশাল রেঞ্জ মহোদয়ের নিকট হতে ইঞ্জিন চালিত দুটি ট্রলারের চাবি গ্রহণ করেন জনাব, আবুল কালাম আজাদ অফিসার ইনচার্জ হিজলা থানা এবং অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরিশাল; জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( বাকেরগঞ্জ সার্কেল), বরিশাল; জনাব শারমিন সুলতানা রাখী, অতিরিক্ত পুলিশ সুপার(গৌরনদী সার্কেল), বরিশাল সহ অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হিজলা থানা উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার, ফোর্স ।