ভান্ডারিয়া টু মঠবাড়িয়া হাইওয়ে রোডে বক্স কালবার্ড এর কাজ চলছে আলিফ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান এর, উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ভান্ডারিয়া থানার ইকড়ি ইউনিয়নে কাজ চলছে সেখান থেকে প্রায় কয়েক লক্ষ টাকার রড মেশিন সহ অনেক মালামাল ডাকাতি করে রাহাত গং, সেই সংবাদ পেয়ে ঘটনা স্থান থেকে নিম্নের মালামাল উদ্ধার করা হয়,নিজাম উদ্দিন কেন ডাকাতির মাল উদ্ধার করতে সহযোগিতা করছেন তার জন্য তাকে সরাসরি এবং ফোনের মাধ্যমে হত্যার হুমকি দেন, উক্ত ঘটনা ভান্ডারিয়া থানার ওসি তদন্ত সাহেব কে তাত্ক্ষণিক জানানো হয়, এবং পুলিশ সুপার পিরোজপুর মহোদয় কে জানানো হয়, তারা আইনগত ভাবে তাদের বিরুদ্ধে কঠোর বেবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন এবং মামলা দায়ের করার জন্য এজাহার দিতে বলেছেন, এখন পরযন্ত মামলা দায়ের হয়নি নিউজ লেখা পরযন্ত।