Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর উথরাইল বিলে খাস জমি উদ্ধার ও বেহিত হওয়া ব্যক্তি মালিকানা জমি গুন শুনানি মাধ্যমে ফেরত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দা উপজেলার উথরাইল বিলে খাস জমি উদ্ধার এবং বেহাত হওয়া ব্যক্তি মালিকানা জমি প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার কাজ শুরু করেছে মান্দা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ উপলক্ষে দুই দিনব্যাপী বিল এলাকায় অস্থায়ী ক্যাম্পে গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানির প্রথম দিনে ভাঁরশো ইউনিয়নের ৪টি মৌজার অন্তত ২৫০ জন কৃষক অংশ নেন। গণশুনানীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় কয়েকটি গ্রামের মানুষ। এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের গণশুনানির বিষয়টি জানানো হয়েছে। সে অনুযায়ী জমির প্রকৃত কাগজপত্র থাকা ব্যক্তি নিবন্ধনে অংশ নেন। এরপর নিবন্ধিত ব্যক্তিরা তাদের দাবীকৃত জমির পক্ষে-বিপক্ষে তথ্যপ্রমাণ উপস্থাপন করেন। যাদের প্রমাণাদি সঠিকভাবে প্রমাণিত হচ্ছে, তাদের জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে। যারা অন্যের জমি জবরদখল করে রেখেছেন, তাদের নোটিশ দিয়ে জমি ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যুগের পর যুগ ধরে সরকারের ‘ক’ তফসিলভুক্ত খাস সম্পত্তি দখল করে খাচ্ছেন অনেকে, সেগুলো উদ্ধার করে দখলমুক্ত করা হচ্ছে। তিনি আরও জানান, এত বিপুল পরিমাণ জমির বিরোধ অফিসে বসে মেটানো সম্ভব নয়। আবার এসব কাজে বারবার অফিসে গিয়ে মানুষজনও হয়রানির শিকার হতে পারে। এজন্য সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনের সেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, শুধুমাত্র মান্দা নয়, জেলাজুড়ে হাজার হাজার বিঘা খাস জমি এবং পুকুর মানুষ ভোগদখল করছে। এগুলো উদ্ধার করা তাদের মূল কাজ। এরই মধ্যে অনেক জমি ও পুকুর উদ্ধার করা হয়েছে এবং কিছু জমির বিষয়ে মামলাও হয়েছে। সেগুলোর পক্ষে আদালতে যথাযথ তথ্যপ্রমাণ উপস্থাপন করে নিষ্পত্তি করা হচ্ছে। গণশুনানির এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নওগাঁ #