আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ধাপ্পাবাজ ওরফে চিটার জয়নাল এখন আতংকের নাম হয়ে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জ ২-আসনের এমপি নজরুল ইসলাম বাবুর সাথে হাত মিলিয়ে এলাকায় ক্রাশের রাজত্ব কায়েম করেছেন। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার আসামি স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পলায়নের পরপরই তার দোসররা গা ঢাঁকা দেন।
দেশের পট পরিবর্তনের পরপরই দেখা যায় ভিন্ন চিত্র তারই প্রভাব পরেছে খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতি করে সাধারণ মানুষদের অত্যাচার নির্যাতন করা সেই আওয়ামীলীগ নেতা জয়নাল ওরফে চিটার জয়নাল জামায়েতের নেতা পরিচয়ে ফের ব্যাপরোয়া।
স্থানীয় এলাকাবাসী জানান ছাত্র আন্দোলন রুখে দিতে সন্ত্রাসী বাহিনী নিয়ে এই জয়নাল দফায় দফায় হামলা চালায় সাধারণ নিরিহ ছাত্র জনতার উপর। এই আওয়ামীলীগ দোসরদের হামলায় প্রাণ হারিয়েছে অনেক নিরিহ শিক্ষার্থী। তিনি যে দল ক্ষমতায় আসে সে দলের লোক হয়ে এলাকায় চাঁদাবাজি শুরু করেন। লুটপাট,জমি দখল, সহ নানান অপর্কমে জড়িয়ে পরেন।আদম ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। মানুষের জমি বাড়ি ব্যাংকে মরগেজ দিয়ে টাকা তুলে সে টাকা তাদেরকে ফেরত না দিয়া টাকা আত্মসাৎ করেন। এলাকার মধ্যে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করিয়া দুর্নীতি করে থাকে যে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। নিরীহ মানুষগুলো এর কাছে থেকে বাঁচার পথ চায় প্রশাসন থেকে। এলাকার মসজিদ মাদ্রাসা গুলোর মধ্যে হস্তক্ষেপ করে টাকা পয়সা হাতিয়ে নেয়।
এলাকার মধ্যে অনেক বিচার হওয়ার পরে তাকে কিছু করা যায় না। তার টাকার জোরের কারণে এই টাকা উৎস কি জনগণ জানতে চায়।
আড়াইহাজারের সাধারণ জনগন এসব কথিত নেতাদের হাত থেকে রেহাই পেতে এলাকাবাসী কেন্দ্রীয় নেত্বীবৃন্দ ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছে।