চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে যুব ফোরাম, খুলনা বিভাগের আয়োজনে অদ্য ২৫ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল সাড়ে ১১ টায় খুলনা বিভাগের ১০টি জেলার ৫০জন স্বেচ্ছাসেবক কে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; জনাব ফিরোজ আহমেদ, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গা; জনাব মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয়; জনাব মোঃ আসাদুজ্জামান লিমন, সভাপতি, যুব ফোরাম খুলনা বিভাগ ও চুয়াডাঙ্গা জেলা; জনাব মোঃ জামাল উদ্দিন সভাপতি যুব ফোরাম, রংপুর বিভাগ; অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব জেসমিন আরা খাতুন, প্রধান শিক্ষক, ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা।