Crime News tv 24
ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শৃঙ্খলা ও তদন্ত বিষয়ক বিশেষ কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০১ (এক) দিন মেয়াদী শৃঙ্খলা ও তদন্ত বিষয়ক বিশেষ কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ২৬জানুয়ারি রবিবার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।

এসময় ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি করে সুশৃংখল ও পেশাদার বাহিনী গঠনে এবং তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে জনগণের কাঙ্খিত সেবাদানে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি । উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আযাদ, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদা বেগম, পিপিএম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।