Crime News tv 24
ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জে সাংবাদিক নাজমুলকে কুপিয়ে জখম

শরীফ হাসান ঢাকা জেলা প্রতিনিধি :
জানুয়ারি ২৬, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আমাদের সময়ের দোহার নবাবগঞ্জ প্রতিনিধি ও বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসেন অন্তরকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ডাকাতবাড়ি নামক সেতুর উপরে এ হামলার ঘটনা ঘটে।

নাজমুল হোসেন অন্তর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামের মো. মানিক বেপারীর ছেলে। তিনি আমাদের সময়ের দোহার নবাবগঞ্জ প্রতিনিধি, চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির নবাবগঞ্জ প্রতিনিধি ও নববাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত।

জানা গেছে, শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে সাংবাদিক নাজমুল হোসেন অন্তর মোটরসাইকেলযোগে দোহার উপজেলার একটি নিউজ প্রোগ্রাম ও ওয়াজ মাহফিলের প্রোগ্রাম শেষে নিজ বাড়ি খানেপুর যাওয়ার পথিমধ্যে ডাকাতবাড়ি নামক সেতুর উপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হাতে, পায়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক নাজমুলের সাথে থাকা মোবাইল ফোন, মোটরসাইকেল, নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে রাতেই তাকে তার পরিবারের লোকজন নবাবগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

রবিবার (২৬ জানুয়ারি ) দুপুরে সাংবাদিক নাজমুলের ভাই নয়ন বিষয়টি নিশ্চিত করে জানান, আমার ভাইয়ের (সাংবাদিক নাজমুল) মোটরসাইকেলটি উপজেলার দেওতলা স্কুলের পাশে ইছামতি নদীর পাড় থেকে পুলিশ উদ্ধার করে নবাবগঞ্জ থানায় নিয়ে গেছেন। বর্তমানে ভাইয়ের অপারেশন করার জন্য হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, নাজমুলের ভাই ও আত্মীয়ের সাথে কথা হয়েছে। ২ জন ছিলো বলে জানা গেছে। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ডাকাতি নয় পূর্ব শত্রুতা বলে ধারণা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান চলছে। নাজমুল একটু সুস্থ হলে ওর সাথে কথা বলে আরো ক্লিয়ার হওয়া যাবে।