Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

যৌন হয়রানি, নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর পদত্যাগ

নাইস মর্নিং ডেস্ক
আগস্ট ১০, ২০২১ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেছেন। তিনি একাধিক নারীকে যৌন হয়রানি করেছেন। তদন্তে এমন তথ্য উঠে আসার পরই মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাদমাধ্যম বিবিসি।

৬৩ বছরের অ্যান্ড্রু কুমো যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, এই মুহূর্তে গভর্নরের দায়িত্ব থেকে সরে যাওয়াকেই তিনি যথোপযুক্ত মনে করছেন।

বিবিসি জানিয়েছে, গভর্নর অ্যান্ড্রু কুমোর এই পদত্যাগ আগামী ১৪ দিনের মধ্যে কার্যকর হবে। এরপর এ দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল।

এদিকে মঙ্গলবার গভর্নর অ্যান্ড্রু কুমোর পদত্যাগের আগে তার শীর্ষ সহযোগী মেলিসা ডিরোজাও পদত্যাগ করেছেন। গভর্নরের এই সচিবের বিরুদ্ধে যৌন হয়রানির শিকার একজনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণে’ ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন মেলিসা।

২০২০ সালে একাধিক নারী কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রু কুমো অন্তত ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন।

মঙ্গলবার ইস্তফার ঘোষণা দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। প্রথম দিকে ইস্তফা না দেওয়ার ব্যাপারে অনড় থাকলেও তদন্তে তার যৌন হয়রানির বিষয়টি উঠে আসলে নিজ থেকেই অব্যাহতি নেন তিনি।

হয়রানির অভিযোগকারীদের একজন ব্রিটনি কমিশো গভর্নরের নির্বাহী সহকারী হিসেবে ২০১৭ সাল থেকে কর্মরত ছিলেন। তার অভিযোগ, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর গভর্নর কুমোর সঙ্গে সেলফি তোলার সময় তিনি তাকে অশালীনভাবে স্পর্শ করতে থাকেন। এ সময় তার আচরণ স্বাভাবিক ছিল না। এ ঘটনায় ভয় পেয়ে যান ব্রিটনি। অ্যান্ড্রু কুমোকে তার অপরাধের দায় নিতে হবে বলে মনে করেন এই নারী।