Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইউপি সদস্য নিহত

নাইস মর্নিং ডেস্ক
আগস্ট ১০, ২০২১ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের উজিরপুর উপজেলার বিলগাবাড়ি গ্রামে টমটমের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইউনিয়ন পরিষদ সদস্য সুলতা বৈদ্য (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী পঙ্কজ ঢালী গুরুতর আহত হন।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি উপজেলার কুড়লিয়া গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করতেন।

জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু জানান, স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে আগৈলঝাড়া উপজেলা থেকে উজিরপুরের জল্লা ইউনিয়নের কুড়লিয়া গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন সুলতা। উজিরপুরের বিলগাববাড়ি গ্রামের তারাকান্ত আশ্রম অতিক্রমকালে বিপরীতগামী টমটমের ধাক্কায় স্বামী-স্ত্রী দুইজন মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।

এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে গৌরনদী আশোকাঠি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুলতা বৈদ্যকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী পঙ্কজ ঢালী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, ঘটনার পর স্থানীয়রা টমটমসহ চালককে আটক করেছে। চালককে উদ্ধার করে থানায় আনতে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।