ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আলোকচিত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরি থেকে তিনটি ছবির জন্য শ্রেষ্ঠ পুরস্কার এবং পাঁচটি ছবির জন্য সম্মানসূচক পুরস্কার দেওয়া হবে। উভয় ক্যাটাগরি থেকে বাছাইকৃত ১০০টি ছবি নিয়ে আগামী ১-৩ নভেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং একটি অ্যালবাম প্রকাশিত হবে।
"ছবি জমা দেওয়া যাবে আগামী ৮ সেপ্টেম্বর বিকাল ৫ টা পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।