আফগানিস্তানে ক্রমেই আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে তালেবান। ক্ষমতার লড়াইয়ে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে দলটি। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ শহরের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তারা। এ নিয়ে গত পাঁচ দিনে সাত প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সরকারি বাহিনীকে হটিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এসব শহরে নিজেদের পতাকা উড়িয়েছে তারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শহরটি দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের প্রতিবেশী ইরানের সঙ্গে আরও একটি বর্ডার ক্রসিংয়ের নিয়ন্ত্রণ পেলো তালেবান।
ফারাহ প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবার জানান, বিকালে সরকারি বাহিনীর সঙ্গে সংক্ষিপ্ত লড়াইয়ের পর শহরে ঢুকে পড়ে তালেবান যোদ্ধারা। এরইমধ্যে তারা গভর্নরের দফতর, পুলিশ সদর দফতর এবং কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে।
আরেক গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফেরও দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তালেবান। সরকারি বাহিনী অবশ্য শহরটি রক্ষায় প্রাণপণ লড়াইয়ের ঘোষণা দিয়েছে।
সরকারি বাহিনীর কাছ থেকে একের পর এক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোর পতনে কপালে ভাঁজ পড়েছে কাবুল সরকারের। তালেবানকে মোকাবিলায় আঞ্চলিক কমান্ডারদের প্রতি সরকারকে সহায়তার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কাবুলকেই তার নিরাপত্তার ব্যবস্থা করতে বলার পরই আঞ্চলিক কমান্ডারদের শরণাপন্ন হন তিনি।