নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম নিয়ামতপুর ও মান্দা থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উভয় থানায় বিভিন্ন স্তরের সদস্যদের সাথে মতো বিনিময় করেন। সেবা প্রত্যাশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য সকল সদস্যকে তিনি উদ্বুদ্ধ করেন। থানায় কোন সেবা প্রার্থী যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য সবাইকে সতর্ক করে দেন। অস্ত্র ও মাদক উদ্ধারের ক্ষেত্রে সক্রিয় থাকার জন্য সকল সদস্যকে তিনি নির্দেশনা দেন। থানায় মামলা দায়ের, জিডি এন্ট্রি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহের ক্ষেত্রে কোন ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের তথ্য প্রমান পেলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। পরে পুলিশ সুপার মহোদয় থানার চারপাশ, ব্যারাক, মেস্ ঘুরে দেখেন।
নওগাঁ #