Crime News tv 24
ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে শেখ হাসিনা তেই আস্থা লেখা পোস্টারে ছেয়ে গেছে।

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের বিভিন্ন দেওয়ালে টানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টার। পোস্টারে লেখা রয়েছে ‘শেখ হাসিনাতেই আস্থা’।আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা পরিষদের বাউন্ডারি দেওয়াল, পৌরসভার দেওয়াল, আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন অফিসের দেওয়ালে দেওয়ালে ছেয়ে গেছে এই পোষ্টার।ধারণা করা হচ্ছে, গত শুক্রবার দিবাগত রাতে এ পোষ্টার টানানো হয়েছে।পোষ্টারে উপরে লেখা, ‘আগেই ভালো ছিলাম’। মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এরপরে লেখা, ‘শেখ হাসিনাতেই আস্থা’।পোষ্টারের নিচের অংশে লেখা রয়েছে, ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স-গোপালগঞ্জ জেলা’।ধারণা করা হচ্ছে এই সংগঠন থেকে পোষ্টার গুলো টানানো হয়েছে।ভ্যানচালক, পথচারীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষদের উৎসুক হয়ে এই পোস্টার দেখতে দেখা গেছে।তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এই উপজেলায় বিগত দিনে এ ধরনের কোন সংগঠন চোখে পরেনি।নতুন এই সংগঠন সম্পর্কে জানার জন্য কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন। ৫ আগস্টের পর এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কোন কার্যক্রম দেখা গেছে।