মধুপুর ও ধনবাড়ী বিএনপির আয়োজনে আগামী ৮ ফেব্রুয়ারি ভাইঘাট হাইস্কুল মাঠে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভাকে সফল করার লক্ষ্যে শনিবার সন্ধায় মধুপর পৌর শহরের ১নং ওয়ার্ডের দুর্গাপুর বাজারে এক প্রস্তুতি মুলক আলোচনা সভা, মিছিল, ও গনসংযোগ করেন মধুপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ । এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন সহ পৌর বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন। ১ নং ওয়ার্ডের দুর্গাপুর বাজারে আলোচনা সভা, মিছিল, জনসংযোগ শেষে রাতে পৌর শহরের ৮ নং ওয়ার্ড, ৯ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় পৌর বিএনপির নেতৃবৃন্দ,যুবদলের নেতৃবৃন্দ,ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসব ওয়ার্ডের আলোচনা সভায় সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে জনসভাকে সফল করার লক্ষে আলোচনা করেন।