Crime News tv 24
ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে বিএনপির সাধারন সম্পাদক পদের পর এবার নাসিম আকনের সদস্য পদও স্থগিত

এস এস জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুরের নাসিম উদ্দিন আকনের উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পদ স্থগিতের পর এবার জেলা বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে আপনাকে সাময়িকভাবে স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এর আগে গত ৮ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনকে শোকজ করে জেলা বিএনপি। নোটিশে উল্লেখ করা হয়েছিলো, জাতীয় নাগরিক কমিটির সদস্য তুহিনের কাছে চাঁদা দাবি ও হুমকির বিষয়টি বিভিন্ন জাতীয় পত্রিকায় আপনার (নাসিম আকন) নামে সংবাদ প্রকাশিত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির অধীনে উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকাবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ থাকায় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে কেন অব্যাহতি দেওয়া হবে না। তার উপযুক্ত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে জেলা বিএনপির নিকট জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিলো। পরবর্তীতে ২৫ জানুয়ারী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক পদ স্থগিত হয়। সাথে সাথে তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক (দলীয় পদ স্থগিত) এর সাথে কোন প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেয়া হলো। এরপর নাসিম উদ্দিন আকনের অনুসারীরা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে কয়েক দিন ধরে টানা আন্দোলন সংগ্রাম করেছিলো।০২,০২,২০২৫