Crime News tv 24
ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নিঃসীম বেদনায় মাতম ক্রন্দসী, লেখক খাদেম রসূল সরকার এর বইটির শুভ মোড়ক উম্মোচন

admin
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:-

আজ ৮ ফেব্রুয়ারি বিকেলে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থ উন্মোচন মঞ্চে নিঃসীম বেদনায় মাতম ক্রন্দসী, লেখক খাদেম রসূল সরকার এর বইটির শুভ মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা।গ্রন্থের লেখক বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, নরসিংদী জেলার সভাপতি এবং আব্দুল মান্নান ভূঁইয়া অনার্স কলেজের অধ্যাপক খাদেম রসূল সরকার, কবি তুহিন খান, বাস্তববাদী কবি এম এ কাউসার, কবি শাহানা সুলতানা, কবি সাহারা আনোয়ার সহ প্রমুখ।
বইটি উৎসর্গ করা হয়েছে নরসিংদী সরকারি কলেজ, সাবেক বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ, অধ্যাপক প্রণব চক্রবর্তী, নরসিংদী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী এবং নরসিংদী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া।
বইটি প্রকাশ করেছে চারু সাহিত্যঙ্গন। শুভেচ্ছা মুল্য ৩০০ টাকা।
বইটির মুখপত্র লিখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ভাষাবিজ্ঞান বিভাগ এর সাবেক চেয়ারম্যান মৌলিক গবেষক ও শিকড় সন্ধানী লেখক অধ্যাপক ডক্টর শফিউদ্দিন আহমদ।


গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন,৩৬ শে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে একজন শিক্ষক ও মানবতার ফেরিওয়ালা খাদিম রসূল সরকার অত্যন্ত নিপুণ হাতে শহীদ আবু সাঈদ মুগ্ধদের স্মৃতিচারণ করে তিনি তার লেখাগুলো প্রকাশ করেছেন। লেখক ব্যক্তি জীবনে একজন শিক্ষক হওয়ায় ছাত্র জনতার আন্দোলন তার হৃদয় গভীর ভাবে দাগ কেটেছে। আর সেখান থেকেই তিনি তার লেখার উৎস খুঁজে নিয়েছেন। বর্তমান সময়ের বেশ কিছু আলোচিত ঘটনা তার লেখাতে উঠে এসেছে।
তিনি যা বিশ্বাস করেন এবং লালন করেন তারই প্রতিচ্ছবি প্রতিটি কবিতায় প্রকাশ করেছেন।