Crime News tv 24
ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক জনসভা উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী।

মোঃ আব্দুল গফুর শিকদার (ভোলা) জেলা প্রতিনিধি।
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

৫ নং কলাতলী ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা আয়োজন করা হয়। জনসভায় যোগ দেওয়ার জন্য ট্রলার যুগে মনপুরা উপজেলা থেকে বিএনপির সিনিয়র নেতারা জনসভায় উপস্থিত হন। কলাতলী বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী পৃথক পৃথক শোডাউন নিয়ে জনসভায় উপস্থিত হন।ব্যাপক মানুষের উপস্থিতি দেখা যায় এবং সমাবেশ স্থল জন সমুদ্র পরিণত হয়।

শনিবার বিকেল ৩ ঘটিকায় কলাতলী আবাসন বাজারে জনসভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনবারের সফল সভাপতি,বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ড,আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী।

বিশেষ অতিথি, মফিজুর রহমান মিলন মাতব্বর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।

উপস্থিত ছিলেন, মাহবুবুল আলম শাহিন স্যার, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি।

উপস্থিত ছিলেন,মোহাম্মদ জোবায়ের হাসান রাজীব চৌধুরী,সাবেক সভাপতি, মনপুরা উপজেলা যুবদল।
মোহাম্মদ আসিয়ল হক মেম্বার, সভাপতি, ৫ নং কলাতলী ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ নিজাম উদ্দিন সাহেদ,সাধারণ সম্পাদক, ৫নং কলাতলী ইউনিয়ন বিএনপি।

মোহাম্মদ ফখরুল শিকদার, সভাপতি, ৫নংকলাতলী ইউনিয়ন মৎস্যদল।
মোহাম্মদ আলমগীর সভাপতি যুবদল ৫ নং কলাতলী ইউনিয়ন
মোঃ আব্দুল খালেক,সভাপতি, ৫ নং কলাতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি, আলহাজ্ব শামছুদ্দিন বাচ্ছু চৌধুরী বলেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই, আপনারা এই কলাতলী সম্পর্কে কতটুকু জানেন, আমার তা জানা নাই, জনাব মরহুম আব্দুল খালেক হাওলাদার সাহেব কলাতলীর চরে বসত করার জন্য মানুষের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছিল বহু টাকার বিনিময়ে একটি ঘর নির্মাণ করছিলেন, এই পর্যন্ত ছিল তার অবদান। পরে তার নামে ফরেস্টে মামলা করেন, মামলায় ২ বছর জেল হয় । কিন্তু তার সন্তানেরা এই কলাতলীর চর কে, পৃত্তিক সম্পত্তি হিসেবে বহুবার বেচাকিনা করেছে। এরপর আমরা কলাতলীতে একটি কমিটি গঠন করি , কমিটির সকলের সিদ্ধান্ত মোতাবেক বলা হল যে ,যতটুকু বন পরিস্কার করবে সে ততটুকু ভোগ করবে। যতক্ষণ পর্যন্ত সরকার হস্তক্ষেপ না করবে,কিন্তু ভূমিদস্যু কষ্টের ছাপ জমি লুটপাট করে বিক্রি করে, তারা আজকে চরে থাকতে পারে নাই, তারা আজ পথে পথে ঘুরে, তারা এত নিষ্ঠুর অনেকের বাবার জানাজা নামাজ পড়তে দেননি। আমার প্রশ্ন আপনাদের কাছে।এই যে যারা অন্যায় করেছে, অন্যায় কারি দুস্কৃতি কারীরা তারা জেন এই কলাতলীতে আর পা না রাখতে পারে। আপনারা তাদেরকে শায়েস্তা করবেন, প্রিয় কলাতলী বাসী,এই কলাতলীতে সবচেয়ে বেশি অবদান নাজিম উদ্দিন আলম সাহেবের, তিনি তৎকালীন বন মন্ত্রণালয়ের সভাপতি ছিলেন, আমি তার সাথে যোগাযোগ করি, মনপুরা নদীর পেটে বিলিন হয়ে গেছে বিলিন হওয়া মানুষ গুলো বেড়ির ডালে ডালে জীবন যাপন করতেছে , আপনি যদি তাদেরকে সহযোগিতা করেন এবং তাদের বাসস্থানের ব্যবস্থা করেন মনপুরা জনসাধারণ মানুষগুলো আপনার প্রতি খুব কৃতজ্ঞ থাকবে, তিনি বলেন আপনি তাদেরকে কলাতলীতে অবহেলিত মানুষের বাসস্থানের ব্যবস্থা করুন, আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তখন আমি মনপুরা থেকে ট্রলার যোগে মানুষ কে বসবাসের ব্যবস্থা করি,
তাই আপনাদের প্রতি আমার উদার্থ আহ্বান আপনারা আগামী নির্বাচনে নাজিম উদ্দিন আলম ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং তারেক জিয়ার ৩১দফা বাস্তবায়নের কথার মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন,এবং সভাপতির সম্মতিক্রমে জনসভার সমাপ্তি ঘোষনা করা হয়।