দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন রোজ শনিবার (৮ই ফেব্রুয়ারী ২০২৫ ইং)অনুষ্ঠিত হয়েছে। বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮:৩০ মিনিট থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন হয়।
পছন্দের প্রার্থীকে ভোট দিতে স্বতস্ফুর্তভাবে কেন্দ্রে যান ভোটাররা। নির্বাচনে আগষ্টিন প্রতাপ-ডিউক-পেপিলন-জেমস-ইউজিন পরিষদ পূর্ন প্যানেল নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। ব্যবস্থাপনা কমিটির
আগষ্টিন প্রতাপ গমেজ, চেয়ারম্যান ডিউক প্রদীপ রোজারিও, ভাইস-চেয়ারম্যান পেপিলন হেনরি পিউরীফিকেশন, সেক্রেটারি জেমস ডি’ রোজারিও, পরিচালক-অর্থ ও প্রশাসন ইউজিন কোড়াইয়া, ট্রেজারার
সুজয় পিউরীফিকেশন, সদস্য শুভ রঞ্জন চিসিম, সদস্য
প্রদীপ আগষ্টিন গমেজ, সদস্য লিংকার্স রোজারিও, সদস্য
ডন ক্লারেন্স হাওলাদার, সদস্য গিলবার্ট গমেজ, সদস্য
মি. এইচ হিলারিশ হাউই, সদস্য ঋণদান কমিটি
তার্সিসিউস পালমা, চেয়ারম্যানউজ্জ্বল ফ্রান্সিস রিবেরু, সেক্রেটারি লিনসন গমেজ, সদস্য রনী ফ্রান্সিস গমেজ, সদস্য টমাছ টনী গমেজ, সদস্য আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি রবার্ট সাইমন গোমেজ, চেয়ারম্যান
বীরেন বি গমেজ, সেক্রেটারি মায়া মনিকা গাঙ্গুলী, সদস্য
কাজল শিমন ডি কস্তা, সদস্য রনী মাইকেল গমেজ, সদস্য নির্বাচিত হয়েছেন ।