সোমবার দুপুরে রাজশাহী মডেল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর এলাকার জাহিদ হোসেন পাইক নামের এক শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দুর্গাপুর উপজেলার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুলের সহযোগিতায় সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। তিনি আরও জানান, পতিত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার অপব্যবহার করে তাদের সম্পত্তি দখল করা হয়েছে।
বর্তমানে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকলেও তাদের সহযোগীরা নানাভাবে হয়রানি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগীরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।